দেশ দিগন্ত ডেস্কঃ
লক্ষীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার ০৬ মে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভবনেই সমৃদ্ধি” স্লোগানকে প্রাধান্য দিয়ে
৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম । এ সময় তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিবিন্ন স্টলে উদ্ভাবিত প্রযুক্তি সমূহ দেখেন।