২য় ধাপে উপজেলা নির্বাচনে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রায়পুর পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ্ বলেন, উপজেলায় একটি ফেয়ার ইলেকশন হবে বলে মনে করেন।
মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় বুধবার (০৮ মে) উক্ত মতবিনিময় সভা সভাপতিত্ব করেন রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ এবং সঞ্চালনা করেন
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ জুটন। মতবিনিময় সভাস্থালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ মোর্শেদ আলম সহ পৌর ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।
সভায় কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ্ বলেন, আমরা আনারসের পক্ষে ব্যালট বিপ্লবের জন্য জনসাধারণকে উৎসাহিত করবো। আগামী ২১ মে পুনরায় নির্বাচিত হবেন আমাদের আনারস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশীদ।
রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল পাঠান বলেন। দল থেকে কোনো মনোনয়ন দেয়া হয়নি।আমরা উপজেলা আওয়ামীলীগ যোগ্য প্রার্থীর পক্ষে কাজ করবো। ইতিমধ্যে আমরা প্যানেল ঘোষণা করেছি। আমাদের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশীদ। ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মারুফ বিন জাকারিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাছিনা বেগম। আমরা উনাদের জয়ের লক্ষে কাজ করে যাবো।