December 3, 2024, 12:23 pm
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রের মা‌হি ডাক্তার হ‌য়ে চি‌কিৎসা সেবায় নি‌জে‌কে উৎসর্গ কর‌তে চান

‌দেশ দিগন্ত ডেস্ক

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলার কৃ‌তি শন্তান মা‌হি, সে ডাক্তার হ‌য়ে চি‌কিৎসা সেবায় নি‌জে‌কে উৎসগ্র কর‌তে চান। রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাজহারুল আলম মাহি। সে ২০২১ সালে কৃতিত্বের সাথে উক্ত বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে এবং ২০২৩ সালে রায়পুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।তার শিক্ষা জীবনের হাতে খড়ি স্থানীয় চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন থেকে।সেখান থেকে সে ২০১৫ সালে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।

ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়, সেই লক্ষ্য পূরনের সকল প্রস্তুতি সম্পন্ন করে বর্তমানে ঢাকা মগবাজার ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছে।

সে মোল্লার হাট খলিলুর রহমান মুন্সীর নতুন বাড়ির মোছলেহ উদ্দিন বাহার দম্পতির বড় সন্তান।তার বাবা মোছলেহ উদ্দিন বাহার রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষক ও মাতা মাজেদা আক্তার মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা। মাজহারুল আলম মাহি ডাক্তার হয়ে চি‌কিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করতে সকলের দোআ কামনা ক‌রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা