দেশ দিগন্ত ডেস্কঃ
লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ পূর্বক প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রায়পুর সরকারি মার্চেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যা ১১ মে থেকে শুরু হয়ে ১৪ মে শেষ হয়।
নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সুরাইয়া জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত, জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার, লক্ষীপুর; জনাব মোঃ শফিকুর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা, লক্ষ্মীপুর; রায়পুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন ফারুক মজুমদার, অফিসার ইনচার্জ, রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা, শিমুল শর্মা এবং রায়পুর মার্চেন্ট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা ফারুকী, ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ ইমরান খান, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর।