লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাচনে প্রচারনার শেষ দিনে হুন্ডামার্কার জনসংযোগ এবং পথ সভা হয়েছে। এ সময় মাস্টার আলতাফ হোসেনের হুন্ডামার্কায় ভোট দিয়ে জয় নিশ্চিত করার অনুরোধ করেন হুন্ডা মার্কার কর্মীগন।
জনসংযোগ এবং পথামভা অনুষ্ঠিত হয় রবিবার (২১ মে )। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাস্টার মো: আলতাফ হোসেন এর “মোটর সাইকেল” মার্কার সমর্থনে ১নং ইউনিয়নের ১/২/৩ নং ওয়ার্ডে বিশাল জনসংযোগ সভাস্থল জনসমুদ্রে পরিনত হয়। এত হুন্ডা প্রতিকের নিজস্ব নেতা কর্মী সহ ২ সহশ্রাধিক লোক সভায় অংশ নেন।