January 26, 2025, 1:58 am
শিরোনাম:
গাজীকম‌প্লে‌ক্সের পর পর ৪র্থ বা‌রের মতো সভাপ‌তি নির্বা‌চিত আরিফ রায়পুরে চরের কৃষি জমি দখলের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি রায়পুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী গুরুতর জখম তিন তিনবা‌রের সভাপ‌তি আবা‌রো নির্বা‌চিত হ‌বেন প্রত‌্যাশা ব‌্যবসায়ী‌দের রায়পুরে অপহৃত পেইন্টার উদ্ধার: গ্রেপ্তার তিনজন রায়পুরে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা রায়পুরে বিতর্ক প্রতিযোগিতায় হায়দরগঞ্জ মডেল স্কুল চ্যাম্পিয়ন রায়পুরে ২০ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ রায়পুরে বামনী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা রায়পুরে কেরোয়া স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মুসলিম ছাত্রী নিয়ে উধাও হিন্দু প্রভাষক : তোলপাড়

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে কলেজপড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) নিয়ে উধাও রয়েছেন দুই সন্তানের জনক প্রভাষক ত্রিদীপ পাটোয়ারী নামে এক হিন্দু যুবক। এর আগেও একাধিক নারী কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগ ছিলো এই প্রভাষকের বিরুদ্ধে। ছাত্রীর মা গত রবিবার থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি।

এঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (৪ জুন) দুপুরে রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইফুল বলেন, বিধি মোতাবেক কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রভাষক ত্রিদীপ পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত ত্রিদীপ পাটোয়ারী ওই প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের প্রভাষক ও নোয়াখালীর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাষক ত্রিদীপ পাটোয়ারী বিবাহীত। তার দু’টি সন্তান আছে। কয়েকবছর ধরে তিনি কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন এবং ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার প্রথম বর্ষে পড়া অবস্থায় ওই ছাত্রী নুসরাত জাহান নিশু ত্রিদীপ পাটোয়ারীর কাছে প্রাইভেট পড়তেন। এ সুযোগে প্রেমের সম্পর্ক ছাড়ায় নিশু।

২৮ মে কলেজশিক্ষক ত্রিদীপ পাটোয়ারী ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যায়। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ছাত্রীর মা বাদী হয়ে রায়পুর থানায় একটি অভিযোগ দেন। ওই অভিযোগে ছাত্রীর পরিবারের দাবি, প্রথম বর্ষে পড়া অবস্থায় শিক্ষক ত্রিদীপ পাটোয়ারীর ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করতেন। প্রাইভেট পড়ানোর সুবাদে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ত্রিদীপ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিম ফারুক মজুমদার বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে শিক্ষককে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা