September 13, 2024, 12:38 pm
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর সরকারি কলেজে ডিগ্রীর ওরিয়েন্টশন ক্লাস উদ্বোধন

প্রদীপ কুমার রায়:

প্রদীপ কুমার রায়:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে ডিগ্রী বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে। বাউবি এর আগে রায়পুর সরকারি কলেজে উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর ক্লাশ শুরু করেন। জেলার মধ্যে এই প্রথম রায়পুরে বয়স্কদের জন্য বাউবির ডিগ্রীর ৩ বছরের উন্মুক্ত কোর্স চালু করা হয়েছে। এতে শুরুতেই ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে ওরিয়েন্টশন ক্লাসে অংশ গ্রহন করে।
শুক্রবার (৭ জুন) সকালে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কলেজ হলরুম মিলনায়তনে আনন্দঘন পরিবেশে ওরিয়েন্টেশন ক্লাশ করা হয়। রায়পুর সরকারি কলেজ অধ্যক্ষ আমানত হোসেন দিদার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাউবির কমিল্লার অঞ্চলিক পরিচালক টিএম আহমেদ হুসেইন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, বাউবির লক্ষ্মীপুর জেলার সহকারি পরিচালক, বাহার উদ্দিন মজুমদার, রায়পুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, শিক্ষক মাহাবুবুর রহমান, জয়দেব চন্দ্র নাথ প্রমুখ।
কলেজ অধ্যক্ষ আমানত হোসেন দিদার বলেন, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় এ সুযোগ হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানে বয়স্ক ব্যক্তিদের উন্নয়নে উচ্চ শিক্ষার জন্য কলেজটি ডিগ্রী বর্ষের অনুমোদন দেওয়ায় কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা