প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৮ জুন) ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চর আবাবিল গ্রামের ৭০ বয়সী লেদু মিয়াকে হুইলচেয়ার, উত্তর চর আবাবিল ইউনিয়নের ফুলমতি, পূর্বলাছ গ্রামের শামছুন নেহার এবং আব্দুর রশিদকে হাতের লাঠি (স্টিলের) বিতরণ করা হয়।
সংস্হার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার নূর আলম জিকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের প্রতিনিধি ফখরুল ইসলাম, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, বিশিষ্ট ব্যবসায়ি মিন্টু মিয়াজি প্রমুখ।