প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: “কিছু মানুষ আছেন, তারা ভূমি অফিসে না এসেই কাজ হাসিলের জন্য আগে দালাল ধরেন। দালালরা তখন এক টাকার কাজে ১০ টাকা হাতিয়ে নেয়। বদনাম হয় ভূমি অফিসের। এ কাজটা আপনারা করবেন না। সেবাপ্রার্থীরা যদি অফিসে আসেন, তাহলে দালালরা এমনিতেই বিদায় হয়ে যাবে”। সোমবার ১০ জুন হয়রানি ও দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান।
সভাপতির বক্তব্যে সহকারি কমিশানার (ভূমি) শাহেদ আরমান বলেন, হয়রানি ও দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে স্মার্ট ভূমিসেবা বুথ এবং হেল্পডেস্ক বসানো হয়েছে। এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। এসময় যে কোনো সেবা গ্রহীতা উপজেলা ভূমি অফিসের ‘ভূমিসেবা সপ্তাহ’ স্টলে এসে শতভাগ স্বচ্ছতা ও সততার সঙ্গে ভূমি সংক্রান্ত সকল সেবা নিতে পারবেন। তিনি আরো বলেন, আপনারা অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপিরসহ ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা নিতে পারবেন।
রায়পুর ভুমি অফিস কার্যালয়ে সহকারি কমিশানার (ভূমি) শাহেদ আরমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রায়পুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালি, সাধারণ সম্পাদক এম আর সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভুমি অফিসে গিয়ে শেষ হয়।