লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১নং চর আবাবিল রচিম উদ্দিন স্কুলের ছাত্রীকে ইব-টি-জিং করার সময় জিহাদ নামক এক যুবক কে বিদেশী অস্ত্র ও গাজা সহ আটক করা হয়েছে। আজ দুপুর ১ টার দিকে তাকে রচিম উদ্দিন স্কুলে পুলিশ পাহারায় রেখেছিল, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসার অপেক্ষার জন্য।
সরজমিনে জানা যায় অভিযুক্ত জিহাদের বাড়ি জামতলা ব্রিজের নিকটে, তার পিতার নাম মোঃ বাবুল হোসেন। সে শহর আলীর মোড়ে বসে কয়েকদিন যাবৎ মেয়েদেরকে বিরক্ত করতো। আজ মেয়েটির পরিবারের লোকজন ও স্কুলের শিক্ষক সহ তাকে শহর আলীর মোড় থেকে আটক করে। এ সময় সে একটি বিদেশি অটো ছুড়ি ( সুইচ গিয়ার) দিয়ে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে ও আক্রমণ করার চেষ্টা করে। এতে উপস্থিত জনতা দলবদ্ধ হয়ে তাকে আটক করে রচিম উদ্দিন স্কুলে নিয়ে আসে এবং হায়দারগঞ্জ ফাঁড়ি পুলিশ কে খবর দেয়।
খবর পেয়ে হায়দারগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে আসে এবং জিহাদকে আটক করে। তার পকেটে থাকা বিদেশি অটো ছুরি( সুইচ গিয়ার), কিছু গাঁজা, গাজা ভর্তি সিগারেট ও একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেন এবং তাকে গ্রেপ্তার করে লক্ষীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।