January 26, 2025, 2:12 am
শিরোনাম:
গাজীকম‌প্লে‌ক্সের পর পর ৪র্থ বা‌রের মতো সভাপ‌তি নির্বা‌চিত আরিফ রায়পুরে চরের কৃষি জমি দখলের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি রায়পুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী গুরুতর জখম তিন তিনবা‌রের সভাপ‌তি আবা‌রো নির্বা‌চিত হ‌বেন প্রত‌্যাশা ব‌্যবসায়ী‌দের রায়পুরে অপহৃত পেইন্টার উদ্ধার: গ্রেপ্তার তিনজন রায়পুরে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা রায়পুরে বিতর্ক প্রতিযোগিতায় হায়দরগঞ্জ মডেল স্কুল চ্যাম্পিয়ন রায়পুরে ২০ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ রায়পুরে বামনী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা রায়পুরে কেরোয়া স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মধ‌্যরা‌তে রায়পু‌রে বহুতল ভব‌নে আগুন!

দেশ দিগন্ত নিউজ

লক্ষ্মীপু‌রের রায়পু‌রে গাজীকম‌প্লেক্স বহুতল ভব‌নে মধ‌্যরা‌তে আগুন লে‌গে‌ছে। মঙ্গলবার (১২ জুন) দিবাগত রাত অনুমা‌নিক সোয়া একটার সময় ভবন‌টির আবা‌সি‌কের ৫ম তলায় আগুন লা‌গে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা যায়। বহুতল ভব‌নের ৫ তলার মিটার রু‌মে আগু‌নের সূত্রপাত হয়।

অবা‌সি‌কে বসবাসরত ক‌য়েকজন দেশ‌দিগন্ত‌কে জানান মধ‌্যরা‌তে বাসার ভিত‌রে পোড়া গন্ধ পান বের হ‌য়ে চার‌দি‌কে অন্ধকার আগু‌নের ধোঁয়া দে‌খে আত্ম‌চিৎকার দেন এতে মূহ‌র্তের ম‌ধ্যে সকল ফ্ল‌্যা‌টের বা‌সিন্দারা রুম থে‌কে বে‌রি‌য়ে নিরাপদ আশ্রয়ে‌র জন‌্য নি‌চে নামার চেষ্টা ক‌রেন। ভব‌নের নিরাপত্তা গেট জরুরী গেট বন্ধ থাকায় সবাই আত‌ঙ্কিত হ‌য়ে প‌ড়েন। প‌রে ভব‌নের নিরাপত্তাকর্মী গেট খু‌লে দি‌লে সবাই নিরাপ‌দে নি‌চে নে‌মে আসেন। বড়ধর‌নের কোন ক্ষয়ক্ষ‌তি হয়‌নি এবং কোন ধর‌নের হতাহতের খবরও পাওয়া যায়‌নি। ভব‌নের সকল বা‌সিন্দা নিরাপদ র‌য়ে‌ছেন।

উক্ত বিষ‌য়ে জানার জন‌্য ভব‌নের ম‌্যা‌নেজা‌রের মোবাইলে একা‌ধিবার কল দি‌য়ে ও পাওয়া যায়‌নি।

আগু‌নের সংবাদ পাওয়ার সা‌থে সা‌থে ভব‌নের বিদ‌্যুৎ সরবরাহ বন্ধ ক‌রে দেয় রায়পুর পল্লী‌বিদ‌্যুৎ অ‌ফিস। এদি‌কে রায়পুর ফায়ারসা‌র্ভিস দ্রুত ঘটনাস্থ‌লে এসে আগুন নিয়ন্ত্রনে আন‌তে সক্ষম হন। প্রাথ‌মিক ভা‌বে ধারনা করা হ‌চ্ছে বৈদ‌্যতিক ত্রু‌টির কার‌নের মিটার রু‌মে আগুন লেগে থাক‌তে পা‌রে। আগু‌নে মিটার রু‌মের মিটার পু‌ড়ে গে‌ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা