September 13, 2024, 10:41 am
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে সরাসরি সিএন‌জি চলাচল এবং অ‌তি‌রিক্ত ভাড়া ব‌ন্ধে নাগ‌রিক ব‌্যানা‌রে মানববন্ধন

‌দেশ দিগন্ত সংবাদ

চাঁদপুর লঞ্চ ঘাট থেকে রায়পুর ( লক্ষ্মীপুর) বাস স্ট্যান্ড পর্যন্ত সরাসরি সিএনজি সেবা পূনরায় চালু এবং ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ব‌ন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ জুন) দুপুর ১২ টার দিকে রায়পুর শহরে প্রেস ক্লাবের সাম‌নে রায়পুর সচেতন নাগরিক বৃন্দের পক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধ‌নটি হাসান আল মেহেদীর সঞ্চালনায় উপস্থিত ছিলের ঢাকাস্থ রায়পুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী আরাফাত বলেন, দীর্ঘদিন ধরে চাঁদপুর ঘাট থেকে রায়পুর বাস স্ট্যান্ড পর্যন্ত সরাসরি সিএনজি না আসায় সাধারণ যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে।আমরা এই অবস্থার পরিত্রাণ চাই।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, দেশের সব জায়গায়র মতো এখানেও সিন্ডিকেট। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে রায়পুর পর্যন্ত সরাসরি না এসে বর্ডার পর্যন্ত নামিয়ে দেওয়া হয়। এতে হয়রানী বহুগুম হয়।

ঢাকাস্হ রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ” ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে চায়।কিন্তু এই রুটে যাত্রী হয়রানি একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রুটে অনতিবিলম্বে সরাসরি চাঁদপুর ঘাট থেকে রায়পুর বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজি সেবা পুনরায় চালু করতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর থানার অফিসার্স ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর থানার অফিসার ইনচার্জ বরাবার স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা