প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের উদ্যোগে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরনে শোক পালন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে জোহরের নামাজ আদায় শেষে দোয়া করা হয় ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রায়পুর পৌরসভা কার্যালয়ে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সচিব আব্দুল কাদের, পৌর কর্মচারি সংসদের সভাপতি মোসলে উদ্দিন মানিক, সহকারি প্রকৌশলী কামরুল হাসান, কর্মচারি সংসদের শীর্ষ নেতা পীরজাদা আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।