প্রদীপ কুমার রায়: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে উপজেলা মৎস অফিস কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে রায়পুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এমদাদুল হক এর সভাপতিত্বে এসময় প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালি প্রমুখ বক্তব্য রাখেন।