প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খাঁন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন হিন্দু বৌদ্ধ খৃস্ট্রান ঐক্য পরিষদ রায়পুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন- উপজেলা বৌদ্ধ খৃস্ট্রান ঐক্য পরিষদ সভাপতি বাবু দিলিপ বনিক, সাধারণ সম্পাদক বাবু শংকর মজুমদার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার রায়, মহিলা ঐক্য পরিষদ সভাপতি শিউলী রানী বনিক, সাধারণ সম্পাদক শ্রীমতি বিজয়া পাল, ৭নং বামনী ইউপি সভাপতি সুজন ঘোষ, সাধারণ সম্পাদক রবি সাহা, ১০নং রায়পুর ইউপি সভাপতি অধীর রঞ্জন রায়, সাধারণ সম্পাদক খোকন রায়, সদস্য সাংবাদিব সুদেব কুরি, যুব ঐক্য পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা অভি, পৌর সাধারণ সম্পাদক রাজিব বনিক প্রমুখ।