লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগষ্ট) রায়পুর উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে যোগ দেন কয়েক হাজার মানুষ। হাজারো মানুষের এই ঢল রুপ নেয় জনসমুদ্রে।
রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর স্যাইয়েদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মনির আহাম্মদ, রায়পুর পৌরসভা আমীর হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি অ্যাডভোকেট কামাল উদ্দিন। জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি সাইফুর রহমান রাকিব। শহীদ ওসমান গনির বাবা আবদুর রহমান প্রমূখ।