লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ে (৩১আগষ্ট) শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্যাকবলিত ও পানিবন্ধি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় পল্লী চিকিৎসক হাবিব হোসেনের অনুরোধে রায়পুরের কৃতি সন্তান মেডিসিন বিশেষজ্ঞ ডা: রাশেদুন্নবী হাসানের নেতৃত্বে ডা: নজরুল ইসলাম সহ একটি মেডিকেল টীম সারাদিন এই মানবিক সেবায় ব্রত ছিলেন।বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগন রোগীদের জন্য বিনামূল্যে নানান রোগের ঔষধ সরবরাহ করেন। সরাসরি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়ার এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শত শত মানুষ চিকিৎসা নিতে এসে ভিড় জমায়।এতে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলকে হিমশিম খেতে হয়।প্রত্যেক রোগীকে রোগ অনুযায়ী কমপক্ষে ৫ দিনের বিভিন্ন ঔষধ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন,মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান মোল্লা।
তিনি বলেন, আমরা চাই চিকিৎসার অভাবে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়।বন্যাকবলিত ও পানিবন্ধি মানুষ দীর্ঘদিন রোগ-শোক নিয়ে আস্রয় কেন্দ্র কিংবা বাড়ি-ঘরে বন্ধি ছিল।আকস্মিক এ ভয়াবহ বন্যার কারনে তারা দীর্ঘদিন কোন চিকিৎসা পায়নি।আজকের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের ফলে অনেকেই উপকৃত হবে।