যে কোন সময় পদত্যাগ করতে পারেন আউয়াল কমিশন। আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা আসতে পারে। সংবাদ সম্মেলনের বিষয়ে ইসি’র পক্ষ থেকে গতকালই নিশ্চিত করা হয়েছে। ৫ সদস্যের ইসি’র একজন ৫ই আগস্টে সরকার পতনের পর আর অফিস করছেন না। তিনি অনানুষ্ঠানিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন। সিইসি ও অন্য ৩ কমিশনার এতদিন অফিস করে আসছিলেন। তাদের পদত্যাগের দাবি ছিল নানা মহল থেকে। গতকালও ইসির পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করা হয়।
ইসি সূত্র বলছে, বৃহস্পতিবারই পদত্যাগের ঘোষণা আসতে পারে। পদত্যাগের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছেন কমিশনাররা। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে ব্যক্তিগত মালামাল সরিয়ে নিয়েছেন তারা।