দোকানপাট ও বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা। উন্নত শহর গড়তে ময়লা ও বর্জ্য অপসারণের জন্য ৬ হাজার পৌরবাসীর মধ্যে বিতরণ করা হয়।
বুধবার সকালে রায়পুর পৌরসভা কার্যালয়ের প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর প্রশাসক পদ্মাসন সিংহা পৌরসভার এসব সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, পৌর কর্মকর্তা নুর হেলালাল মামুন, ইকবাল পাটোয়ারী, কাউসার মোল্লা ও ফরহাদ হোসেন মিয়াজী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক পদ্মাসন সিংহ বলেন, রায়পুর পৌরসভা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান প্রকল্পের আই ইউ জি আই পি থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সামগ্রী বরাদ্ধ পেয়েছে। জনসাধারণ সঠিকভাবে ট্যাক্সসহ বিভিন্ন কর পরিশোধ করলে রায়পুর পৌরসভার আধুনিকতার ছোঁয়া লাগবে খুব দ্রুত।