October 6, 2024, 8:05 am
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত এসপি

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেছেন, ‘পুলিশ ও সাংবাদিক মিলে একটি নিরাপদ লক্ষ্মীপুর গড়ে তুলবো। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে নতুন রাষ্ট্র এবং সমাজ গঠনের সুযোগ হয়েছে। পুলিশ ও সাংবাদিক একসাথে মিলে কাজ করত পারলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া খুব সহজেই সম্ভব হবে। লক্ষ্মীপুরবাসী সত্যিই শান্তি প্রিয় উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করতে পারলে অপরাধমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে একটি নিরাপদ লক্ষ্মীপুর গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

যৌথ অভিযান প্রসঙ্গে মো: আকতার হোসেন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে। অভিযান অব্যাহত রয়েছে। আশা করি অচিরেই অবৈধ অস্ত্র গুলো উদ্ধার করা সম্ভব হবে।

পুলিশ সুপার জেলায় পুলিশ প্রশাসনের কোনো দপ্তরে ঘুষ বা দুর্নীতি থাকবে না উল্লেখ করে বলেন এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সেবামূলক কাজে অনেকেই পুলিশের কাছে আসেন। এ সময় কোনো কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না।

কিশোর গ্যাং প্রসঙ্গে নবাগত এসপি বলেন, কিশোর গ্যাংয়ের জন্যে আলাদা করে ডাটাবেইজ তৈরি করা হবে। পূর্বে কেউ এ সংক্রান্ত কাজে জড়িত থাকলে তাদের ডাটাবেইজ দেখে কাজ করা হবে। সংশোধন না হলে পরবর্তীতে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, ডিআইও-১, এ কে এম আজিজুর রহমান মিয়া, ডিবির ওসি শাহাদাত হোসেন টিটো, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদারসহ জেলায় কর্মরত অধিকাংশ সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা