October 6, 2024, 6:56 am
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ডাকাতিয়া দখলমুক্ত করতে পৌর প্রশাসকের অভিযান

Reporter Name

প্রদীপ কুমার রায়:
রায়পুর পৌর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ডাকাতিয়া নদীর ময়লা-আবর্জনা পরিষ্কার ও দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬সেপ্টেম্ব) দুপুরে রায়পুর শহরের মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশে দিনব্যাপী অভিযান ছ‌লে। প্রায় এক কিলোমিটার এলাকায় নদীতে থাকা বিভিন্ন বাঁধ আর দীর্ঘদিনের অবহেলায় জমাটবাঁধা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন রায়পুর পৌর প্রশাসক পদ্মাসন সিংহ।
এসময় দখল মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতিয়া নদী দখল মুক্ত করার বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। খুব শীঘ্রই দখল মুক্ত করনের কাজ শুরু হবে। নদীর উপরে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। পানি প্রবাহে বিঘ্নিত হয় এমন বাঁধ গুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে। ডাকাতিয়া নদী হচ্ছে রায়পুরের প্রধান নদী, খুব শীগ্রই এটি হবে দখল মুক্ত হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো: ইমরান খান সম্পদ, উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানসহ উপজেলা ও পৌর কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা