প্রদীপ কুমার রায়: বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন ( বিএমজিটিএ) এর রায়পুর উপজেলা শাখার সভাপতি হিসেবে মো: মঞ্জুর কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: দেলোয়ার হোসেনকে নির্বাচিত করে ৩১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় রায়পুর কামিল মাদ্রাসার হল রুমে মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ও বৈষম্য দূরীকরণের দাবীতে তৃতীয় উপজেলা সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও মো: তৌহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএমজিটিএ এর মহাসচিব ফিরোজ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম. নিজাম উদ্দিন, বিএমজিটিএ এর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাবীবুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দরা।