প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) রায়পুর পৌর মিলয়াতনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানের সভাপত্বিতে এতে পৌর প্রশাসক পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, প্রকল্পের সিনিয়র পরামর্শক পুলিন চন্দ্র গোপাল, পরামর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন, নগর পরিকল্পনাবিদ আল মোস্তাকিন অপূর্ব, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহের মিয়াজী, পৌর জামায়াতের সভাপতি হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি অ্যাডভোকেট কামাল হোসেন প্রমুখ কর্মশালায় অংশ নেন।