April 24, 2025, 4:15 pm
শিরোনাম:
রায়পুরের জসিম বেপারী হত্যা মামলার ১৪ আসামি গ্রেফতার রায়পুর পৌরসভায় এক মাসের বেশি সময় ধরে তীব্র পানির সংকট: চরম ভোগান্তিতে পৌরবাসী রায়পুরে বখাটেদের দৌরাত্ম্যে থেমে গেছে মুক্তার শিক্ষা জীবন, নীরব প্রশাসন! জসিম হত্যায় উত্তাল রায়পুর: হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জনতার মানববন্ধন রায়পুরে অপহরণের ১৮ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে রায়পুরে মেঘনার দুর্গম চর দখলে সংঘবদ্ধ জলদস্যুদের তাণ্ডব: আতঙ্কে কৃষক পরিবারগুলো বিদ্রোহের কবির অন্তর্জগতে: এক নজরুলভক্তের মনের কথা রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব শশিভূষণ দেবনাথের পরলোকগমন: দালাল বাজারে শোকের ছায়া রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী অন্তর্ভুক্তিকরণে কর্মশালা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে এইচপিভি টিকা নিয়ে ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, সকাল থেকে ওই মাদ্রাসায় টিকা নিচ্ছে শিক্ষার্থীরা। অসুস্থ শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আহম্মেদ কবীর। তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা দেওয়া হচ্ছিল। টিকা দেওয়ার আধাঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রীর বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ২৪ অক্টোবর থেকে জেলার ৫টি উপজেলার ১ হাজার ৬৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এই টিকা।

শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পুরো শরীর ঝিম ঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে অনেকেই জানায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা