প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম হিরালাল দেবনাথ (৫৫)।
শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরালাল দেবনাথ সদর উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার প্রপুল্ল কুমার দেবনাথের ছেলে।
এ ঘটনার পর এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাজারের ব্যবসায়ীরা বলেন, হিরালাল দেবনাথের কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে একটি জুয়েলারির ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে হিরলাল দেবনাথ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির পাশে মোটরসাইকেল থেকে তাঁকে নামিয়ে দিয়ে সামনের দিকে চলে যান ছেলে। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হিরালাল দেবনাথকে গতিরোধ করে বুকে দুটি ছুরিকাঘাত করে, মাটিতে লুটিয়ে পড়েন হিরালাল দেবনাথ। পরে তাঁর শোর-চিৎকারে ছেলে প্রীতম দেবনাথ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাজারের প্রতিবেশী কাপড়ের দোকানের ব্যবসায়ী যতন দেবনাথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন নিহতের ছেলে প্রীতম দেবনাথ। তিনি বলেন, তাঁদের দোকানের সামনে প্রায়ই পার্শ্ববর্তী ব্যবসায়ী যতন দেবনাথরা কাপড় ঝুলিয়ে রাখে। এতে দোকানের সামনে অন্ধকার থাকে। এ নিয়ে প্রায় কথাকাটাকাটি হয়। এর জেরে রাতের অন্ধকারে তার বাবাকে ছুরিকাঘাত হত্যা করে যতন দেবনাথ ও তাঁর সহযোগীরা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এদিকে ঘটনার পর থেকে যতন দেবনাথ পলাতক রয়েছেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, প্রচুর রক্তক্ষরণে হিরালাল দেবনাথের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর বুকে দুটি ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, পারিবারিক নাকি ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড, সেই বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।