প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব প্রাপ্তদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়েরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রাইম ব্যাংক চত্বরে এই শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের বলেন, “দেশ থেকে পালিয়ে গেলেও হাসিনা সরকারের কৃতকর্মের বিচার এ দেশেই হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে তত্ত্বাবধায়ক সরকারকে বেকায়দায় ফেলতে চাই না। দেশের বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে। বাংলাদেশ এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি রোডম্যাপ তৈরি করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাই।”
প্রায় এক দশক পর রায়পুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেডএম মাজমুল ইসলাম মিঠু এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সফিকুর রহমান ভূঁইয়া। অপরদিকে, পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবিএম জিলানি এবং সদস্য সচিব হয়েছেন সফিকুল আলম আলমাস
অনুষ্ঠানের শেষে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে আবুল খায়েরকে শুভেচ্ছা জানান।