প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে পৌর বিএনপির উদ্যোগে শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরগঞ্জ রোড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
শীতবস্ত্র বিতরণকালে আবুল খায়ের ভূঁইয়া বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা ক্ষমতার বাইরে আছি। লুটেরা হাসিনা ও তার দোসররা দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে সীমিত সম্পদ নিয়েই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দলের নেতাকর্মীদের জনসেবায় আরও বেশি সম্পৃক্ত থেকে দলের কর্মকাণ্ড বেগবান করতে হবে। তিনি সকল নেতাকর্মীদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।”
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হৃদয় হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর জাহের মিয়াজি, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস, বিএনপি নেতা জাকির হোসেন হাওলাদার ও মজিদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি নেতারা শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের কর্মীদের প্রতি আহ্বান জানান।