January 26, 2025, 1:48 am
শিরোনাম:
গাজীকম‌প্লে‌ক্সের পর পর ৪র্থ বা‌রের মতো সভাপ‌তি নির্বা‌চিত আরিফ রায়পুরে চরের কৃষি জমি দখলের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি রায়পুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী গুরুতর জখম তিন তিনবা‌রের সভাপ‌তি আবা‌রো নির্বা‌চিত হ‌বেন প্রত‌্যাশা ব‌্যবসায়ী‌দের রায়পুরে অপহৃত পেইন্টার উদ্ধার: গ্রেপ্তার তিনজন রায়পুরে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা রায়পুরে বিতর্ক প্রতিযোগিতায় হায়দরগঞ্জ মডেল স্কুল চ্যাম্পিয়ন রায়পুরে ২০ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ রায়পুরে বামনী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা রায়পুরে কেরোয়া স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরের বেঙ্গলের স্যু’র সুনাম দেশ ছাড়িয়ে বিদেশে

প্রদীপ কুমার রায়:

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়ায় অবস্থিত বেঙ্গল স্যুর সুনাম ছড়িয়ে পড়ছে ইউরোপ-আমেরিকায়। রায়পুরে উৎপাদিত বেঙ্গল স্যু বর্তমানে ইতালি, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম, জাপান ও ব্রাজিলসহ ৫১টি দেশে রপ্তানি হচ্ছে। এ ছাড়াও আরো কয়েকটি দেশে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে। রায়পুরের রাখালিয়ায় অবস্থিত বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করছে। এই ইন্ডাষ্ট্রিজে প্রতিমাসে প্রায় দেড় লাখ জুতা তৈরির সক্ষমতা রয়েছে। গ্রামের সাধারণ শ্রমিকের হাতে শতভাগ রপ্তানীমুখী চামড়াজাত জুতা তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে প্রায় ১৬ একর জায়গাজুড়ে এ কারখানাটির অবস্থান। ২০১১ সালের ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠানটি উৎপাদনে আসে। একই বছরের ১৪ আগষ্ট উৎপাদিত স্যু প্রথমে ইউরোপে রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু করে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে জানা গেছে, কারখানাটি থেকে প্রতিদিন রপ্তানীমুখী ৫ হাজার জুতা তৈরি হচ্ছে। কারখানায় দেড় হাজার শ্রমিকের মধ্যে ১ হাজারেরও বেশি নারী শ্রমিক রয়েছে। শ্রমিক শহিদউল্যাহ, হাসান, জসিম ও শিল্পী আক্তারসহ কয়েকজন শ্রমিক জানান, এ অঞ্চলের পুরুষের পাশাপাশি অনেক অসহায় নারীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মাস শেষ নিয়মিত বেতন, নিজস্ব পরিবহনে যাতায়াত, দুপুরের খাবার ফ্রি, চিকিৎসা ফ্রি ও আবাসন ব্যবস্থা পাচ্ছেন শ্রমিকরা। নিজ বাড়িতে থেকেই কাজ করতে পারছেন অনেক নারী শ্রমিক।

বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজের জেনারেল ম্যানেজার (জিএম) বিপ্লব পাল বলেন, তাঁদের উৎপাদিত পণ্য নিয়মিত জার্মানী, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, বেলিজিয়াম, কানাডা, ব্রাজিল ও জাপানসহ প্রায় ৫১ দেশে রপ্তানী হচ্ছে। এ ছাড়া বিশ্বের আরো কয়েকটি দেশে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে। গুণগত মান সঠিক থাকায় বিশ্বে দিন দিন বেঙ্গল স্যু’র চাহিদা বেড়েই চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা