January 26, 2025, 1:03 am
শিরোনাম:
গাজীকম‌প্লে‌ক্সের পর পর ৪র্থ বা‌রের মতো সভাপ‌তি নির্বা‌চিত আরিফ রায়পুরে চরের কৃষি জমি দখলের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি রায়পুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী গুরুতর জখম তিন তিনবা‌রের সভাপ‌তি আবা‌রো নির্বা‌চিত হ‌বেন প্রত‌্যাশা ব‌্যবসায়ী‌দের রায়পুরে অপহৃত পেইন্টার উদ্ধার: গ্রেপ্তার তিনজন রায়পুরে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা রায়পুরে বিতর্ক প্রতিযোগিতায় হায়দরগঞ্জ মডেল স্কুল চ্যাম্পিয়ন রায়পুরে ২০ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ রায়পুরে বামনী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা রায়পুরে কেরোয়া স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ভারতের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করবে তৌহিদী জনতা : তাবলীগে জামায়াত

Reporter Name

প্রদীপ কুমার রায়:

ভারতের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তাবলীগ জামাত ও ইত্তেফাকুল উম্মার নেতৃবৃন্দ। তারা বলেন, ধর্মপ্রাণ জনগণ ভারতের পাতানো ফাঁদে পা দেবে না। মূলধারার তাবলীগ জামাত কর্মীরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রায়পুরে তাবলীগ জামাত ও ইত্তেফাকুল উম্মার উদ্যোগে পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কের উসমানী চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তৃতা করেন লুধওয়া ইছাতুল উলুম মাদ্রাসার মুফাসসির মাওলানা মো. আব্দুল্লাহ, তাবলীগ জামাতের মাদ্রাসা শিক্ষক নেতা মোহাম্মদ বোরহান উদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ইত্তেফাকুল উম্মা রায়পুর উপজেলা সভাপতি নুরুল আমিন কাশেম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মসজিদে বিভ্রান্তিকর কার্যক্রম করতে দেওয়া হবে না। মূলধারার তাবলীগের কাজ অব্যাহত থাকবে। যদি এক চিল্লা লাগাই, ভবিষ্যতে আমরা দুই চিল্লা লাগাবো।”

তিনি আরও বলেন, “ভারত আমাদের ওপর বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে চাপ প্রয়োগ করতে চায়। পেঁয়াজ বা গরু না দিলে আমরা নিজেদের উৎপাদিত পণ্য দিয়ে জীবনধারণ করবো। ভারতের দয়া নিয়ে আমরা বাঁচতে চাই না।”

বক্তারা আরও বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টার ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। এজন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীতে একটাই তাবলীগ জামাত থাকবে এবং সবাইকে মূলধারায় ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে বিপুলসংখ্যক তৌহিদী জনতা অংশগ্রহণ করে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা