প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রায়পুর পাইলট বালিকা বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রায়পুর পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের লক্ষ্মীপুর জেলা আমির ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তার দায়িত্ব পালন করেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজীর আহমদ ভূঁইয়া।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি সরদার সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা আমির সাইয়্যেদ নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দীন, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব এবং কেরোয়া ইউনিয়ন আমির মো. ইউনুস।
সম্মেলনে দলের নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।