প্রদীপ কুমার রায়:
আজ রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান স্যার উপজেলা কমপ্লেক্স এলাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আদর্শ শিশু নিকেতন স্কুলের কোমলমতি শিশুদের ফুল দিয়ে ২০২৫ শিক্ষা বর্ষে অভিনন্দন জানান।
এসময় তিনি প্রত্যেক ক্লাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা মেধাবীদের পুরস্কৃত করেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উচ্ছ্বাসিত হয়ে স্যারের উষ্ণ অভিনন্দনকে প্রাণভরে উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাঈনুল ইসলাম, প্রিন্সিপাল আবুল কালাম, শিক্ষক মো: ফিরোজ আলম, রাজন বেপারী, আবুল কাসেম খোকা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, উপজেলার দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে এভাবে প্রত্যেক শ্রেণির সেরা তিন শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। বছরের শুরুতেই শিশুদের অনুপ্রেরণা দিতেই মুলত এ উদ্যোগ।