March 20, 2025, 6:36 pm
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

গাইয়ারচর গ্রামে যুবক নিখোঁজ: মেরে ফেলার হুমকি

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ রাসেল মাঝি (২৯) গাইয়ারচর গ্রামের বাসিন্দা মাঝি বাড়ীর সেলিম মাঝির ছেলে। পরিবারের দাবি, তিনি গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছেন এবং কোনোভাবে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। ইমু থেকে অজ্ঞাত লোকজন ফোন দিতে তাকে মারধরের আওয়াজ শোনাচ্ছেন এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, রাসেল মাঝি প্রতিদিনের মতো মাগরিব ওয়াক্তের একটু আগে দুপুরের খাবার না খেয়েই আসছি বলে বাড়ী ৎেকে মিতালি বাজারের উদ্দেশ্যে বের হন, কিন্তু এরপর আর ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয়রা দুশ্চিন্তায় রয়েছেন।

রাসেলের সন্ধান চেয়ে তার পরিবার এলাকার মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে। কেউ তার কোনো খোঁজ পেলে অনুগ্রহ করে তার পিতা সেলিম মাঝির মোবাইল নম্বর 01720979734 অথবা রায়পুর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রায়পুর থানার ওসি বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

নিখোঁজ যুবকের সন্ধান পেতে পুলিশ ও স্বজনরা সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা