March 20, 2025, 6:25 pm
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে গোপন ভোটে তৃণমূল বিএনপির নেতৃত্ব নির্বাচন

Reporter Name

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার
রায়পুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) রায়পুর মহিলা কলেজে আয়োজিত এ নির্বাচনে সভাপতি পদে নূরুল হুদা নান্টু এবং সাধারণ সম্পাদক পদে শাহ আলম বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে মোট ১৭২ ভোটের মধ্যে নূরুল হুদা নান্টু পেয়েছেন ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফজলুল করিম খোকন পেয়েছেন ৪১ ভোট এবং মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে শাহ আলম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ৩২ ভোট।

নির্বাচনে ভোট গ্রহণ বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত এডভোকেট হারুন অর রশীদ।

নির্বাচন অনুষ্ঠানে পৌর বিএনপি আহ্বায়ক ও সাবেক মেয়র এবিএম জিলানী, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাহের, নুরে হেলাল মামুন,ডা: মুকুল মিয়াজি, আব্দুল মজিদ চৌধুরী, নজরুল ইসলাম লিটন, আনিসুল হক আনিস, এসএম মোরশেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ নির্বাচনের মধ্য দিয়ে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দলে গনতন্ত্রের চর্চা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা