প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে নিজ দলের কর্মীকে মারধর করার অভিযোগে বিএনপি নেতা জহিরুল আলম বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।
জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়ন যুবদলের নেতা ও সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেনকে প্রকাশ্যে মারধর করেন ৬নং কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম বাচ্চু। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম (মিঠু) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে।
নোটিশে স্বাক্ষর করেছেন রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া।
এ বিষয়ে রায়পুর উপজেলা বিএনপির নেতারা জানান, দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক নিয়ম মেনে চলার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত নেতা জহিরুল আলম বাচ্চুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে রায়পুরের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। দলের অভ্যন্তরীণ কোন্দল এবং শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, নোটিশের অনুলিপি লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়াকেও পাঠানো হয়েছে।