March 20, 2025, 5:22 pm
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ১৫তম স্কাউট সমাবেশ উদ্বোধন

Reporter Name

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ স্কাউটসের ১৫তম স্কাউট সমাবেশ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা স্কাউটস শাখার কমিশনার মো. তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মইনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জাকির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ স্কাউটস রায়পুরের কোষাধ্যক্ষ ও সরকারি মার্চেন্টস একাডেমির সহকারী শিক্ষক মো. ওমর ফারুক এবং বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জিয়া উদ্দিন চৌধুরী।

বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সূচনা করেন। এরপর প্রধান অতিথি স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বক্তব্য শেষে প্রধান অতিথি স্কাউটদের বিভিন্ন তাবু পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সমাবেশে অংশগ্রহণকারী স্কাউটরা দলগত কার্যক্রম, শৃঙ্খলা মঞ্চ পরিবেশনা ও বিভিন্ন কৌশল প্রদর্শন করে।

এসময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কাউটদের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা