প্রদীপ কুমার রায়: রায়পুর পৌর শহরের ৮নং ওয়ার্ডে বিএনপির সভাপতি প্রার্থী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বাহার উদ্দিন বাহার মেম্বারের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব আয়োজিত এ সভায় স্থানীয় ভোটারদের মাঝে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহার উদ্দিন বাহার মেম্বার বলেন, “অনেক অত্যাচার ও নির্যাতনের পর আজ ভোটের স্বাধীনতা ফিরে পেয়েছি। বিএনপির হাতকে শক্তিশালী করতে, তৃণমূলে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে এবং আওয়ামী লীগের দুঃশাসন থেকে নতুন বাংলাদেশ গড়তে আনারস মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
তিনি আরও বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থেকেছি। মাদক ও অপরাধ দমনে কঠোর ভূমিকা রেখেছি। আমি কোনো সম্পদের পেছনে ছোটার জন্য রাজনীতি করিনি, বরং জনগণের কল্যাণে কাজ করেছি। যদি শ্রম দিয়ে থাকি, যদি জনগণের জন্য কিছু করে থাকি, তবে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন।”
সভায় আরও বক্তব্য রাখেন এলএম পাইলট স্কুলের কর্মচারী মো: বাপ্পি, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মো. আরমান হোসেন, আহ্বায়ক সেচ্ছাসেবক রাসেল, বিএনপির সাংগঠনিক প্রার্থী আমির হোসেন, যুবদল নেতা সবুজ পাটোয়ারী, বিএনপির সাবেক সাংগঠনিক মাওলানা মিজান, যুবদল নেতা ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. নাসির উদ্দিন, ওয়ার্ড ছাত্রদল সভাপতি নিরব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাহার মেম্বার একজন ত্যাগী নেতা, যিনি জনগণের কল্যাণে কাজ করেছেন এবং দলের জন্য বহু নিপীড়ন সহ্য করেছেন। তারা উপস্থিত ভোটারদের আহ্বান জানান, আগামী নির্বাচনে মোরগ মার্কায় ভোট দিয়ে বাহার মেম্বারকে বিজয়ী করতে।
সভায় বিপুলসংখ্যক ভোটার উপস্থিত ছিলেন এবং তারা বাহার মেম্বারের প্রতি সমর্থন ব্যক্ত করেন।