প্রদীপ কুমার রায়: প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ লালালুল আজিম বলেছেন,
দেশের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে বীমার গুরুত্ব অপরিসীম। বীমা খাত শুধু ব্যক্তি পর্যায়ে আর্থিক সুরক্ষা দেয় না, বরং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও ভূমিকা রাখে।” লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রগতি লাইফ ইন্সুরেন্স রায়পুর শাখা আয়োজিত হাউ টু গ্রো ইওর বিজনেস শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) পৌর শহরের উপজেলার উপজেলা পরিষদ রোডে অবস্থিত গুহা চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
এসময় তিনি আরও বলেন, বীমা খাতকে আরও কার্যকর করতে হলে মাঠপর্যায়ে কর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের মধ্যে বীমার গুরুত্ব ও সুবিধা তুলে ধরতে পারলেই এ খাতের সম্প্রসারণ ঘটবে।
রায়পুর ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফারুক মাহমুদ, সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবু তালেব হালান রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজিএম আব্দুর রহিম।
সেমিনারে অন্যান্য বক্তারা বক্তারা ব্যবসায়িক সফলতা অর্জনে বীমার ভূমিকা, সেবার মান বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে রায়পুর অঞ্চলের বীমা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।