March 20, 2025, 6:30 pm
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশ, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মাইন উদ্দিন, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, একুশে ফেব্রুয়ারিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ছাড়া, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান খান বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবের দিন। তাই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ দিনকে স্মরণীয় করে তুলতে চাই।”

সভায় উপস্থিত অতিথিরা একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং দিবসটি সুষ্ঠুভাবে উদযাপনের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রায়পুরবাসীর অংশগ্রহণে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা