প্রদীপ কুমার রায়:
বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে রায়পুর পৌর তাঁতী লীগের আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির নেতা নূরউদ্দিন ভাট শিপলু (৪৩) আটক হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, নূরউদ্দিন ভাট শিপলু স্থানীয় দৈনিক ‘লক্ষ্মীপুর পোস্ট’ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ঢাকায় প্রকাশিত একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন। তিনি রায়পুর পৌর শহরের গাজী মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি এবং রায়পুর রিপোর্টার্স ইউনিটির নেতা হিসেবেও দায়িত্ব পালন করতেন।
নূরউদ্দিন ভাট শিপলু রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাটের ছোট ভাই।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, গোয়েন্দা পুলিশ শিপলুকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে আগষ্টের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ‘ডেভিল হান্ট’ অভিযানে জেলার বিভিন্ন থানায় মোট ১৩ জনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত এ অভিযানের মাধ্যমে জেলায় ৮২ জনকে আটক করা হয়েছে।
সাংবাদিক রিপোর্টাস ইউনিটির এই নেতার আটকের ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।