প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নির্বাচনে গোপন ব্যালটের ভোটে মো: সেলিম হোসেন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো: ফারুক হোসেন সর্দার বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন।
রোববার ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ কেরোয়া পীর ফজলুল্লা (র:) কমপ্লেক্স প্রাঙ্গণে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তিনটি বুথে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন।
নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোট উৎসবের আহ্বায়ক হিসেবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিনিয়র নেতা ভূইয়া কামাল রায়হান।
সভাপতি পদে মো. সেলিম হোসেন (ছাতা মার্কা) ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মো. আকবর হোসেন শামীম (আনারস মার্কা) পেয়েছেন ১৫৮ ভোট, মো. মমিন (মোমবাতি মার্কা) পেয়েছেন ৬ ভোট এবং মো. জসিম উদ্দিন (চেয়ার মার্কা) পেয়েছেন ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে হাজী মো. ফারুক হোসেন সর্দার (মোরগ মার্কা) ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে শহীদ উল্যা দেওয়ান (মাছ মার্কা) পেয়েছেন ১৩২ ভোট এবং মাসুদ রানা (ফুটবল মার্কা) পেয়েছেন ১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে
মোস্তফা কামাল বাবুল (কলস প্রতীক) ২১৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে মো. ইসমাইল হোসেন (সাইকেল মার্কা) পেয়েছেন ১১৩ ভোট এবং নুর নবী পাটোয়ারী (আপেল মার্কা) পেয়েছেন ৭১ ভোট।
বিএনপির তৃণমূল নেতাদের এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।