প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন আমাদের অন্যতম অগ্রাধিকার। একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া প্রয়োজন। উপজেলায় ১২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষকদেরও আরও দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে মনোযোগী হতে হবে।”
সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে প্রধান শিক্ষকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রায়পুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ প্রমুখ।
সভায় উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মতামত দেন।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস থেকে জানানো হয়, শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর চাহিদা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মতবিনিময় সভাটি প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।