প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক প্রতিভাবান শিক্ষার্থী, উত্তর গাইয়ার চর মজুমদার বাড়ির জিতু মজুমদার বর্তমানে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের মেধাবী এই ডিগ্রি শিক্ষার্থী তার পরিবার ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলছিল, কিন্তু জীবন তাকে কঠিন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।
জিতুর পিতা উৎপল মজুমদার একজন সাধারণ মানুষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও তিনি ছেলের চিকিৎসার বিপুল খরচের ভার বহন করতে হিমশিম খাচ্ছেন। জিতু বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তারদের মতে, সঠিক চিকিৎসা পেলে তার পা কেটে ফেলার প্রয়োজন হবে না। কিন্তু এ চিকিৎসা ব্যয়বহুল, যা তার পরিবারের জন্য বহন করা অসম্ভব।
জিতুর এই সংকটময় মুহূর্তে আমাদের সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। মানবতার সেবায় যারা সবসময় পাশে দাঁড়ান, তারা যদি এই মেধাবী তরুণের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে হয়তো সে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে।
আসুন, আমরা সকলে মিলে এই অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়াই। আমাদের অল্প অল্প সহযোগিতাই তার জন্য হতে পারে নতুন জীবনের আলো। যে কেউ সাহায্য পাঠাতে চাইলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন—
📞 প্রবল মজুমদার (০১৭৯৮১৪২২৪৭)
আপনার সহানুভূতি ও সহযোগিতাই পারে এক মায়ের সন্তানের জীবন বাঁচাতে। মানবতার সেবায় এগিয়ে আসুন।