March 20, 2025, 6:06 pm
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে নিত্যপন্যের বাজারে জেলা প্রশাসক রাজীব কুমার

Reporter Name

প্রদীপ কুমার রায়:

পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এরই অংশ হিসেবে, রোববার ২ মার্চ লক্ষ্মীপুর জেলা সদরের চকবাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা।

পরিদর্শনকালে, চকবাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ প্রদর্শন না করার অভিযোগ উঠে। এছাড়া, মূল্য তালিকা না থাকায় আইন মোতাবেক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ৬টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “আমরা রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। পাইকারি ও খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন, মূল্য তালিকা প্রদর্শন করেন এবং ক্রয় রশিদ সংরক্ষণ করেন। জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

এছাড়া, জেলা প্রশাসন নিশ্চিত করেছে যে, বাজারে কোনো প্রকার সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীদের সুযোগ দেয়া হবে না এবং তারা নিয়মিত মনিটরিং চালিয়ে যাবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা