প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানের নির্দেশনায় আজ বুধবার ৫ মার্চ রায়পুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহেদ আরমান।
অভিযানে বিভিন্ন বাজারে দামে অতিরিক্ত বাড়াবাড়ি, ওজনের সঠিকতা না থাকা এবং অপরিষ্কার পরিবেশে পণ্য বিক্রির জন্য ৮টি মামলায় মোট ২১,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি অভিযানে বাজারে দ্রব্য মূল্যের সঠিকতা এবং সেবা শর্তের বিষয়েও কড়া নজর রাখা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রশাসন সদা তৎপর রয়েছে।
এছাড়া, উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বাজারে দ্রব্য মূল্য এবং মান বজায় রাখতে ব্যবসায়ী ও ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।