March 20, 2025, 5:28 pm
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরের হায়দরগঞ্জে প্রশাসনের অভিযান: ৩৩ হাজার টাকা জরিমানা

Reporter Name

প্রদীপ কুমার রায়: পবিত্র রমজান উপলক্ষে রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এক অভিযান পরিচালনা করেছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট মো: শাহেদ আরমান। জেলা প্রশাসক লক্ষ্মীপুর তত্ত্বাবধানে এবং রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের স্যারের পরিচালিত এই অভিযানে ৯টি মামলা দায়ের করে মোট ৩৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার, লক্ষ্মীপুর, স্যানিটারি ইন্সপেক্টর ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ। অভিযানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি করার বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্বারোপ করেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষও বাজারের নিয়ন্ত্রিত মূল্য পাওয়ার আশ্বাস পাচ্ছে এবং আইন অনুসারে ব্যবসায়ী মহলকে সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা