প্রদীপ কুমার রায়:
“দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। সোমবার ১০ মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মহড়ার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান-এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আবদুল হাই খানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগকালীন করণীয়, দুর্যোগ প্রতিরোধে সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার আব্দুর সাত্তার, ফায়ার সার্ভিস ও ডিফেন্স অফিসের স্টেশন অফিসার আব্দুল ওহাব মিয়া, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো: এমদাদুল হক, আইসিটি কর্মকর্তা শুভ্র দেব রায়, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, ইউপি সদস্য হাওলাদার নুরে আলম জিকু প্রমুখ।
সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি মহড়ার আয়োজন করা হয়, যেখানে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতার বাস্তবচিত্র তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তোলাই সরকারের লক্ষ্য।